তাই ছাগুদের মাথার খারাপ হয়ে যাচ্ছে, তারা কি করবে বুঝে উঠতে পারছে না। তাদের সামনে
তাদের গুরু কাদের মোল্লাকে ঝুলানো হয়েছে, তারা কিছু করতে পারে নি, কামরু ও ঝুলবে, লাইনে যারা আছে, তারাও সব ঝুলবে একে একে। আগের বারের মত হরতাল দিয়ে রাস্তায় নেমে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চলাতে পারছে না, কারণ এইবার পুলিশ তাদের বিরুদ্ধে কিছু করার আগে পাবলিকই তাদের
ব্যবস্থা করে ফেলবে। এত এত দুঃখ ছাগু সমাজ সহ্য
করতে না পেরে, সাময়িক শান্তি পাওয়ার লক্ষ্যে
আমাদের ফেইসবুক আইডি গুলোর বিরুদ্ধে রিপোর্ট করে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে
যাচ্ছে।
গতকাল তসলিমা নাসরিনের ফেইসবুক আইডি
রিপোর্ট করে সাময়িক ভাবে বন্ধ করেছে, আজকে ইমরান এইচ সরকারের আইডি ও সাময়িক ভাবে বন্ধ করতে সক্ষম হয়েছে। অনলাইনে আরও অনেক মুক্তমনাদের আইডি অফ করার জন্য দিন রাত প্ররিশ্রম করে যাচ্ছে।
এই যে তারা তসলিমা নাসরিনের আইডি
বন্ধ করল এতে কি তসলিমা নাসরিনের কোন ক্ষতি হয়েছে? তসলিমা নাসরিনের লেখালেখি কি থামানো গিয়েছে? এত বছর ধরে
তসলিমা নাসরিনের বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র করেও তসলিমা নাসরিনের কোন ক্ষতি করতে পারে
নি, তসলিমাকে থামাতে পারে নি, আর এই সামান্য
ফেইসবুক আইডি সাময়িক ভাবে অফ করতে পেরে ছাগুদের এত আনন্দ দেখে সত্যি তাদের প্রতি খুব
দয়া হয়।
ইমরান ভাইয়ের আইডি অফ করাতে ইমরান
ভাইয়ের কি কোন ক্ষতি হয়েছে? শাহাবাগ কি থেমে
গেছে? শাহাবাগ আছে, শাহাবাগ জেগে থাকে শাহাবাগ
ঘুমায় না। ইমরান ভাইয়ের নেতৃত্ব গণজাগরণ মঞ্ছ যুদ্ধাপরাধীদের
ফাঁসির দাবী নিয়ে মাঠে থাকবে, যতদিন পর্যন্ত
দেশ কলঙ্কমুক্ত না হচ্ছে।
যাই হোক আইডি বন্ধ করতে পেরে, ছাগুদের এত এত আনন্দের কারণ হল, তারা তাদের
গুরুদের মৃত্যুর শোক আমাদের আইডি বন্ধ করার মধ্য দিয়ে ভুলতে চাচ্ছে, এটা মূলত তাদের অসহায়ত্বেরই প্রকাশ।
ছাগুরা নাকি বলছে, ফেইসবুকে নাকি কোন নাস্তিক থাকতে দিবে না। এই জোকস শুনে পাগলেও ওদের নিয়ে হাসাহাসি করবে। দুঃখের
ভিতরে ওরা কি বলছে সেটা ওরা নিজেরাই বুঝতে পারছে না। বলি ছাগু
সমাজ, তোদের মাথায় ঘিলু নামক কিছু আছে? এই ফেইসবুকের আবিস্কার একজন নাস্তিক সেটা কি তোদের জানা আছে? তোদের শরম-টরম তো কিছু নায়, নিজেরা তো কোন কিছু আবিস্কারের
ধারে কাছে যেতে পারিস না, খালি পারিস ফতোয়া দিতে, হুমকি ধামকি, খুন এইসব। তারপর নাস্তিকদের
আবিস্কার উপভোগ করে আবার নাস্তিকদের উপরে খবরদারি করতে আসিস। নাস্তিকরা
মানবতায় বিশ্বাসী- ব্যাক্তি স্বাধীনতায় বিশ্বাসী বলেই তোদের নিজেদের মত প্রকাশের সুযোগ
করে দিছে ফেইসবুকে।
আমরা মুক্তমনারা তোদের দুঃখ বুঝি। তোরা রাজাকার গুলোকে তো কোন ভাবে বাঁচাতে পারছিস না, তোদের নিজেদের ও পাছায় আগুন লাগার মত অবস্থা। এত দুঃখ সইতে না পেরে, তোরা আমাদের আইডি
রিপোর্ট করে সান্ত্বনা পেতে চাইছিস। কিন্তু তোরা কি জানিস, একটা আইডি খাওয়ার জন্য তোরা এত এত ঘণ্টা সময় ব্যয় করছিস,
অথচ একটা নতুন আইডি বানাতে মাত্র ২ মিনিট লাগে, আর আইডি ফিরে পাওয়া
ও কিছু সময়ের ব্যাপার মাত্র ?? যাই হোক, আমি তোদের দুঃখ বুঝি, তাই তোদের কাজের জন্য শুভ কামনা।
গতকাল বন্ধু রিফু তার স্ট্যাটাসে
জানালো যে, ফেইসবুকে Report a
problem অপশানে গিয়ে যেন একটা রিপোর্ট করে আসি, ছাগুদের এই রিপোর্ট রিপোর্ট খেলার বিরুদ্ধে।
রিপোর্ট করার পদ্ধতি টা হলঃ
Facebook এর Report a
problem এ বিভিন্ন সমস্যার feedback দেওয়া যায়। এখানেই রিপোর্ট করুন, Select Product এ Privacy সিলেক্ট করুন। আমি নিজের
ক্ষোভ রাগ মিশিয়ে ণিচের রিপোর্ট করেছি। আপনারাও এটাই ব্যাবহার করতে
পারেন বা অন্য কিছু লিখতে পারেন।
Some people are reporting some of my
friends' account and having them banned. I don't think it is right. My friends
weren't breaking facebook terms and conditions. The reporters are doing it as a
professional group and doing it continuously. So I request you to double check
the reports and banned accounts or remove this Report button from facebook. If
you don't give us the equal right to write and keep banning accounts based on
some motivated false reports, or we better leave facebook.
আশা করি সবাই রিপোর্ট করে আসবেন
এবং ফেইসবুক কে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবেন।