১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের একটি র্যালিতে গিয়েছিলাম। র্যালিতে আমার পিছনে দুই বন্ধু কথা বলছিল। এক বন্ধু
আরেক বন্ধুকে বলল, 'বল তো,
স্বাধীনতার ঘোষণা কোন জায়গা থেকে দেয়া হয়েছিল?' তারপর সেই বন্ধুই উত্তর দিলো, 'বাংলাদেশের স্বাধীনতার
ঘোষণা দেয়া হয়েছিল ,কালুর ঘাট, বেতার কেন্দ্র
থেকে। তবে ঘোষককে ছিল, সেটা নিয়ে কনফিউশান আছে, কেউ বলে,
শেখ মুজিব, কেউ বলে জিয়া'।
আমি তাদের এই আলোচনা শুনছিলাম আর এই বিষয়টা নিয়ে ভাবছিলাম। এই নিয়ে আমার ভাবনাটুকুই সবার সাথে শেয়ার করি--
আমাদের পাশের দেশ ভারত। ভারতে 'স্বচ্ছ ভারত' নামে একটি মুভমেন্ট শুরু করেছে
মোদী সরকার। মুভমেন্টটি মূলত হল, তারা তাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী। ২০১৯ সালে মহাত্মা গান্ধীর
১৫০ তম জন্ম জয়ন্তী। তাই মোদী সরকার ঠিক করলেন ২০১৯ সালে তারা দেশকে আবর্জনা মুক্ত করে মহাত্মা গান্ধীর
জন্ম জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে জাতির পক্ষ থেকে একটি সুন্দর- স্বচ্ছ ভারত উপহার দিবেন।
এই নিয়ে ভারতের প্রধান মন্ত্রীমোদীর একটি বক্তব্য ইউটিউবে।
মহাত্মা গান্ধী কংগ্রেসের
প্রতিষ্ঠাতা। আর বিজেপি কংগ্রেসের বিরোধী দল। মহাত্মা গান্ধী কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলে, মোদী ও তার দল বিজেপি মহত্মা গান্ধীকে
জাতির পিতা হিসেবে মেনে নেয় নি, এমনটা কিন্তু ঘটে নি। তারা উল্টো গান্ধীর জন্ম জয়ন্তীতে তাকে স্বচ্ছ ভারত উপহার দেয়ার পরিকল্পনা হাতে
নিয়েছে।
এবার আমাদের দেশের কথা বলি। বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামীলীগের নেতৃত্বে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ
হয়। শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। বাংলাদেশের
আরেক শক্তিশালী বিরোধী দল বি এন পি। বঙ্গবন্ধু আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা
বলে, তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নেয়
নি। জাতির পিতার মৃত্যু দিনে, তারা কেইক কেটে জন্মদিন পালন করে, তারা ক্ষমতায়
এলে ইতিহাসকে পর্যন্ত ক্ষমতার জোরে পাল্টে দেয়ার সাহস দেখায়। তরুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
শুধু জাতির পিতা নিয়েই তারা রাজনীতি করে নি, 'জয় বাংলা' বাঙ্গালির স্বাধীনতার এই প্রেরণাদায়ক
শ্লোগানকে বদলে দিয়ে, 'বাংলাদেশ জিন্দাবাদ' বানিয়ে দেশে পাকিস্তানের ভূত ঢুকানোর চেষ্টা করেছে।
আর অন্যদিকে আওয়ামীলীগ
'জয় বাংলা' কে তাদের ব্যক্তিগত
সম্পত্তি হিসেবে ধরে নিয়েছে। স্বাধীনতার ৪৩ বছর পরেও এদেশে
স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে তর্ক হয়, বাংলাদেশই সম্ভত পৃথিবীর একমাত্র দেশ, যেই দেশে স্বাধীনতা
বিরোধীশক্তি রাজনীতি করতে পেরেছে।
যে দেশে স্বাধীনতার ঘোষণা 'কে' দিলো- এই নিয়ে রাজনীতি হয়, যে দেশে দেশবিরোধী শক্তিরা রাজনীতি করে, ক্ষমতায়
যায়, স্বাধীনতার ৪৩ বছর পরেও যে দেশের তরুন প্রজন্ম স্বাধীনতার
ইতিহাস নিয়ে বিভ্রান্ত হয়, যে দেশে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে
ব্যবসা হয়, ইতিহাস নিয়ে রাজনীতি হয় সে দেশের ভবিষ্যৎ কেমন হবে
সেটা আমি কল্পনা ও করতে পারি না।
সরকারের কাছে আমাদের এই প্রজন্মের একটিই দাবী, যেই নরপশুরা বাঙালি হয়েও আমার দেশের স্বাধীনতা চায় নি,
যারা আমার পিতাকে হত্যা করেছে, আমার মায়ের সম্ভ্রমহানি
করেছে, সেসব হায়েনাদের যেন ফাঁসিতে ঝুলানো হয়। তাদের বিচার নিয়ে যেন জাতির সাথে কোন ছলনা করা না হয়। অবিলম্বে
যেন এদেশে জামায়ত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়। এক্ষেত্রে
আমরা পাকিস্তানের বর্তমান অবস্থা থেকে শিক্ষা নিতে পারি। পাকিস্তানে, তালেবানদের আশ্রয় পশ্রয় দিয়েছে তাদের বিভিন্ন রাজনৈতিক দল,
ধর্মের দোহায় দিয়ে তালেবানেরা সাধারণ মানুষের মনে কিছুটা সহানুভূতির
জায়গা ও সৃষ্টি করে নিয়েছে। তালেবানের হামলায় পাকিস্তান
দেশটা আর দেশ নেই, রাস্তায় ঘাটে যে
কোন সময় বোমা হামলা, স্কুলে শিশুদের হত্যা থেকে শুরু করে,
করে না এমন কোন জঙ্গী কার্যক্রম বাকি নেই। পাকিস্তানের তালেবান আর বাংলাদেশের জামায়েত ইসলামের মধ্যে কোন পার্থক্য নেই। তাই যত দ্রুত সম্ভব এই জঙ্গী সংগঠনটিকে যেন নিষিদ্ধ করা হয়, তাদের বিভিন্ন অর্থের উৎস গুলো যেন বন্ধ করা হয়।
জাতিকে কলঙ্কমুক করার যেই প্রতিজ্ঞা নিয়ে ইমরান এইচ সরকারের
নেতৃত্বে তরুন প্রজন্ম আন্দোলনে নেমেছে, এই আন্দোলনের সফলতা কামনা করছি।
জয় বাংলা।
"এই নিয়ে ভারতের প্রধান মন্ত্রী মোদীর ইউটিউবে।"
উত্তরমুছুনলাইনটা মনে হয় শেষ হয়নি বা আমি বুঝতে পারছি না ঠিকঠাক ! লিঙ্ক দেওয়াটা ঠিক আছে তবে লাইনটা মনেহয় সম্পূর্ণ হ'ত।
সরি, এটা হবে, এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদীর একটি বক্তব্য ইউটিউবে।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনকথাটা 'বিজেপি' লিখলে ভালো হয়, 'বিজিপি' নয় ! কেননা আমরা বিজেপি বলি 'BJP' থেকে বাংলা হরফে লিখে। 'বিজিপি' বললে সাধারণত 'BGP' এরকমও একটা ছবি ফুটে ওঠে। বলার ধরণ বা উচ্চারণ 'বিজিপি' হতে পারে, কিন্তু আমরা যখন লিখি তখন সব সময় কথ্য বানানে লেখাটা আমার মনেহয় ঠিক নয়। কখনও কখনও হয়তো ঠিক। তবে তুমি লিখেছ যখন, মনেহয় বাংলাদেশে অনেকে এভাবে উচ্চারণ করে।হিন্দিতে যেমন 'ভাজপা' বলে অর্থাৎ 'ভারতীয় জনতা পার্টি'।
উত্তরমুছুন'ইসিহাস' নয়, ইতিহাস ! এই ব্লগটা খুব ভালো একটা ভাবনা নিয়ে তৈরি কিন্তু কন্টেন্টের কিছু কিছু দূষণ দূর করতে না পারলে ব্লগ সর্বাঙ্গীণ সুন্দর হয় না। 'ফাইনাল চেক' করে তারপর ব্লগে লেখা দেওয়া ভালো, তারপর টুকটাক ভুল গুলো শুধরে নিলেই হয়।
উত্তরমুছুনধন্যবাদ ভুলগুলো দেখিয়ে দেয়ার জন্য, এডিট করে নিলাম।
উত্তরমুছুনআপনাকে কে বলল যে ভারতের জাতীর পিতা মহত্মা গান্ধী কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা? ভারতের কোন ইতিহাস বই এ এমন উল্লেখ নেই। বাংলাদেশের ইতিহাসের পুস্তকে অবশ্য পেয়ে থাকতেও পারেন। এই আজব দেশে সবই সম্ভব !
উত্তরমুছুন