সোমবার, ২০ জুলাই, ২০১৫

সব পুরুষ এক না!

অনলাইনে আমার লেখায় কমেন্টগুলোর মধ্যে একটা কমন কমেন্ট হল, সব পুরুষ এক রকম না’। মানে হল, সব পুরুষ খারাপ না। তাদের মতে, হাতে গোনা কয়েকজন পুরুষের জন্যই তাদের বদনাম হয়। হাতে গোনা কয়েকজনের জন্যই কি দেশের প্রতিটা নারী, প্রতি মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভোগে? 

১৪ এপ্রিল টিএসসিতে লিটনরা কিন্তু মাত্র কয়কেজন ছিলেন। লক্ষ লক্ষ লোকের মাঝে কয়েকজন লিটন জীবনের ঝুঁকি নিয়ে সেদিন লড়াই করেছেন কিছু পশুর সাথে।


সব পুরুষ নারীবিদ্বেষী- লম্পট-ধর্ষক-প্রতারক এই ভয়ংকর ভাবনা আমি স্বপ্নে ও ভাবতে চাই না। কিন্তু ভালো পুরুষগুলো কি কেবল ফেইসবুকেই পাওয়া যায়! নাকি তারা ফেইসবুকেই ভালো, বাস্তব জীবনে তারাও একেকজন চরিত্রহীন-লম্পট। আমার বাস্তব জগতের চারপাশে তো পশু পুরুষে পরিপুর্ণ! 

এখন হয়তো বলবেন, তোমার বাপ-ভাই ও কি খারাপ? 

- আমার বাবা-ভাই আমার জন্য ভালো, তারা আমার জন্য নিরাপদ। কিন্তু তারা আমার মত আর পাঁচজন নারীর জন্য নিরাপদ এই কথা তো আমি বুকে হাত রেখে বলতে পারি না। কারন তারা ছোটবেলা থেকে পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা দেখে-শিখে-চর্চা করতে করতে বড় হয়েছে। সমাজের ধর্ষক-লম্পট গুলো তো সম্পর্কে কারো না কারো বাবা-ভাই-সন্তান হয়।





জন্মের পর থেকেই কেউ ধর্ষক নারীবিদ্বেষী হয় না। শিশু বড় হতে হতে ধীরে ধীরে পরিবার সমাজের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে সেসবের চর্চা করে। সমস্যা কিন্তু পুরুষের না, সমস্যা চিন্তা চেতনার, সমস্যা সমাজ ব্যবস্থার! আমাদের চিন্তাচেতনার পরিবর্তন দরকার। সমাজের কুপ্রথা-নিয়মগুলো ভাঙ্গার সাহস দরকার। কিন্তু আমাদের দেশে তো আবার কেউ নিয়ম ভাঙ্গতে গেলে, নিয়মের বাইরে কিছু ভাবলে, কিছু করলে তার জন্য চাপাতি শান দেয়া হয়। তবে পরিবর্তনটা আসবে কি করে? আমরা কি তবে হাঁটি হাঁটি পা পা করে পিছনের দিকেই যাবো?

৮টি মন্তব্য:

  1. দারুন লিখেছো, ইতু। তোমার ব্লগ প্রোফাইলটাও সুন্দর।

    উত্তরমুছুন
  2. লিখেছিলাম ''নারীর প্রশ্নে পুরুষ জন্মাই নেয় পাপী হয়ে''
    জনৈক পান্থ সেন এর ব্যাখ্যা জানতে চেয়েছিল । তাই ছোট্ট করে দুলাইন দর্শাতে হল। এর আগে যতবারই এই লাইন লিখেছি ''নারীর প্রশ্নে পুরুষ জন্মাই নেয় পাপী হয়ে'' কোনোবারই এর কারন ভাবতে হয় নি,ভেবেছি কোন কারন হয়ত অবশ্যই আছে সেই জন্য ইত ভাবনার এইরূপ প্রকাশ, যাই হোক জনৈক পান্থ সেন এর প্রশ্নে এবার উত্তর দেওয়ার মতন করে ভাবতে হল ।

    আমাদের সমাজ এমন যে একজন পুরুষ জন্মালেই সে খুব স্বাভাবিক ভাবেই পুরুষ তান্ত্রিক হয়ে ওঠে সে নারী বীদ্দেশ এর পেছনে সে কোন অপরাধ বোধেই ভোগে না তার কাছে ওটা খুবই স্বাভাবিক যেন এটাই উচিৎ এটাই নিয়ম, তাই সে এক হিসাবে জন্মই নে পাপি হয়ে। তাছাড়া পুরুষ নারীর সাথে যুগ যুগ ধরে যে অন্যায়, নিপীড়ন, আর পৈশাচিকতা দেখিয়েছে এখনও দেখায় তাতে প্রতিটা পুরুষ পাপী হয়ে জন্মালেও পাপের শেষ হবে না

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন